প্রাইভেসি পলিসি (Privacy Policy)
Update on: [ 19/08/2025 ]
সাজেক ভ্যালি – ( sajekvalley.net ) ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। মেঘের রাজ্য ভ্রমণের ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটটি হতে পারে আপনার ডিজিটাল গাইড। প্রিয় অতিথি মনে রাখবেন আপনার ব্যক্তিগত প্রতিটি তথ্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাইভেসি পলিসিতে আমরা আপনাদের নিকট ব্যাখ্যা করবো কীভাবে আমরা আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সংরক্ষণ করবো।
01. আমাদের তথ্য সংগ্রহের ধরন
আপনার কাছ থেকে যে সকল তথ্য সংগ্রহ করতে পারি:
- আপনার নাম, ইমেইল, বা ফোন নম্বর (যদি আপনি কোন ফর্ম পূরণ করেন)।
- ওয়েবসাইট ব্যবহার সংক্রান্ত তথ্য, যেমন কোন পেইজ ভিজিট করলেন, ভিজিটের সময়কাল, কোন ব্রাউজার এ ব্যাবহার করছেন ইত্যাদি।
- কুকিজ।
02. তথ্যের ব্যবহার
আপনার তথ্য আমরা যেভাবে ব্যবহার করতে পারি:
- ওয়েবসাইটের পরিষেবা এবং কন্টেন্ট এর মান উন্নত করতে।
- আপনার প্রশ্নের উত্তর দিতে।
- ওয়েবসাইটের নিরাপত্তা বজায় রাখতে এবং আমাদের শর্তাবলী কার্যকর করতে।
- ইনকোয়ারি এবং আপনার বুকিং প্রস্তুত করতে।
- কাস্টমার সাপোর্ট ও নতুন আপডেট পাঠাতে।
- ব্যবহারকারীর অভ্যাস ও প্রবণতা বিশ্লেষণে।
03. তথ্য শেয়ার করা
আমরা আপনার ব্যক্তিগত যেকোন তথ্য তৃতীয় কোন পক্ষের সঙ্গে বিক্রি বা ভাগাভাগি করবো না। তবে, কিছু বিষয়ে অবশ্যই আমাদের শেয়ার করতে হবে, যেমন ধরুনঃ
- আইনি জটিলতা বা সরকারি কোন আদেশ মানার ক্ষেত্রে।
- আমাদের এই ওয়েবসাইটের নিরাপত্তা বা অধিকার রক্ষা করার জন্য।
04. কুকিজ ও ট্র্যাকিং প্রযুক্তি
আমরা কুকিজ ব্যবহার করার প্রধান কারন হচ্ছে আমাদের সাইটের নতুন নতুন আপডেট গুলি আপনাকে জানানো যাতে করে আপনার ভ্রমণ আরো সহজ ও প্রাণবন্ত হয়। কিন্ত আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস অপশান থেকে কুকিজ বন্ধ করে দিতে পারেন।
05. আপনার তথ্যের নিরাপত্তা
আমরা আগেও বলেছি আপনার প্রতিটি ব্যাক্তিগত তথ্য আমাদের খুবই গুরত্বপূর্ণ। আপনার ব্যক্তিগত সকল তথ্য নিরাপদ রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করবো। কিন্তু আপনি নিশ্চই জানেন অনলাইনে তথ্য আদানপ্রদান পুরোপুরি ভাবে বা সম্পূর্ণ নিরাপদ নয়, তাই আমরা আপনার তথ্যের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারবোনা।
06. শিশুদের তথ্যের গোপনীয়তা
আমরা ১৮ বছরের নিচে কারো তথ্য সংগ্রহ করিনা। আমাদের এই সাইটে তথ্য প্রদান করতে হলে আপনাকে অবশ্যই ১৮ বছরের বা তার থেকে বেশী হতে হবে।
07. প্রাইভেসি পলিসির পরিবর্তন
আমরা আমাদের সার্ভিস এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে প্রয়োজন অনুযায়ী প্রাইভেসি পলিসি পরিবর্তন করতে পারি। পরিবর্তনের পর নতুন পলিসি আমরা ওয়েবসাইটে প্রকাশ করবো।
08. যোগাযোগ
প্রাইভেসি পলিসি বা আপনার তথ্য এবং সাজেক ভ্রমণ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমরা আছি আপনার পাশে।
ইমেইল: rockysdunia@gmail.com
মোবাইলঃ +8801841862600