শর্তাবলী ও নিয়মনীতি (Terms & Conditions)

আমাদের এই ওয়েবসাইটটি ব্যবহার করার আগে অনুগ্রহ করে এই Terms & Condition ভালোভাবে পড়ে নিন। এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আমরা বুঝে নিব আপনি নিম্নোক্ত শর্তসমূহে সম্মতি প্রদান করছেন।

01. ওয়েবসাইট ব্যবহারের শর্ত

এই ওয়েবসাইট শুধুমাত্র ভ্রমণ সংক্রান্ত তথ্য প্রদান ও ব্যক্তিগত ব্যবহারের জন্য। কোনো বেআইনি, ক্ষতিকারক বা অনৈতিক কাজে এই ওয়েবসাইট কোনভাবেই ব্যবহার করা যাবে না।

02. তথ্যের সঠিকতা

আমরা সবসময় চেষ্টা করি আমাদের সাইটে শতভাগ সঠিক তথ্য প্রদান করতে, যাতে আপনাদের ভ্রমণ আরো সহজ হয়। মাঝে মাঝে তথ্য হালানাগাদ ও করা হবে। তবে মাঝে মাঝে অগোচরে ভূল তথ্য উপস্থাপন হলের আমাদের জানাতে ভূলবেন না।

03. কপিরাইট

মনে রাখবেন এই ওয়েবসাইটের সব লেখা, ছবি, ভিডিও, লোগো ও অন্যান্য কনটেন্ট আমাদের বা সংশ্লিষ্ট মালিকদের কপিরাইট দ্বারা সুরক্ষিত। আমাদের অনুমতি ছাড়া এসব ব্যবহার, কপি বা বিতরণ করা যাবে না।

04. তৃতীয় পক্ষের লিংক

তথ্যের প্রয়োজনে এই ওয়েবসাইটের বিভিন্ন ব্লগে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে। এগুলোর কনটেন্ট, পরিষেবা বা নিরাপত্তার জনিত কোন দূর্ঘটনার জন্য আমরা দায়ী থাকবোনা।

05. ব্যবহারকারীর দায়িত্ব

আমাদের দেয়া সকল তথ্য উপাত্ত ব্যবহার করার সময় সম্পূর্ণ নিজ দ্বায়িত্বে ব্যবহার করতে হবে।

06. দায়সীমা

সাইটটি ব্যবহারের ফলে আপনি যদি কোন ধরনের ক্ষতির সম্মুখীন হন সে দ্বায়ভার আমরা নিব না।

07. পরিবর্তন ও আপডেট

আমরা পূর্ব ঘোষণা ছাড়াই উল্লেখিত শর্তাবলী পরিবর্তন বা পরিমার্জন করতে পারি। পরিবর্তিত সকল শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যকর হওয়া শুরু হবে।

08. ব্যবহার নিষিদ্ধকরণ

এই ওয়েব সাইটে প্রতিজন ভিজিটর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্ত কোনো ব্যবহারকারী যদি আমাদের নীতিমালা ভঙ্গ করেন, তাহলে আমরা তাকে ওয়েবসাইট ব্যবহারে বাধা প্রদান করিব। এবং আমরা চাইলে উনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে পারিবো।

09. আইনগত কার্যকারিতা

উপরে উল্লেখিত শর্তাবলী বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে। আইনগত যে কোনো ধরনের বিরোধ কেবল বাংলাদেশের আদালতেই নিষ্পত্তি হবে।

10. যোগাযোগ

উপরে উল্লেখিত শর্তাবলী বা অন্য কোনো বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Scroll to Top